• অস্তিত্বে বঙ্গবন্ধু

     অস্তিত্বে বঙ্গবন্ধু 

    মোঃ আশরাফুল আলম

    এলএলবি (অনার্স), এলএলএম(ফার্স্ট ক্লাস), ঢাবি।

    একটি তর্জনী, একটি দেশ; বাংলাদেশ।
    যে তর্জনী উঁচিয়ে কথা বলছেন জাতির জনক
    তার নামে হয়েছে মুক্তির ফলক।
    তিনি বাঙালিকে করেছেন শোষনমুক্তির আদেশ।
    সুজলা সুফলা,শস্য শ্যামলা চিরসবুজ এই সোনার দেশ
    আমরা পেয়েছি সবুজ পতাকা, সাথে আছে লাল বৃত্ত
    বাংলার মাটি, দুর্জয় ঘাটি বুঝে নিক দুর্বৃত্ত।
    সবুজ মানে সবুজ বাংলা, লাল মানে লাল রক্ত
    রক্ত দিয়ে সবুজ কেনা ছিল যে অনেক শক্ত
    কঠিন কাজটি সহজ করল, বানালো স্বাধীন দেশ
    বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলাদেশ।
    এই বিশেষ হওয়া যে, কারও হল নেত্রবারি
    হনণ করিল আত্মা তাহার, রুধিল তাহার নারি।
    যিনি দিলেন দেশের স্বাধীনতা, হণন করিলে তারে
    যিনি বেসেছেন বাঙালিকে ভাল, বাঙালি কি বাসলিরে?
    তিনি থাকবেন জীবনানন্দ হয়ে, হয়ে কবিগুরু,নজরুল
    স্বাধীনতা কথাটি আপন রইল, রইল না চক্ষুশূল।
    দিয়েছেন মুক্তি, করেছেন সংগ্রাম, করেছেন আন্দোলন
    তিনি বাংলার তিতুমির, প্রীতিলতা, বাংলার সূর্যসেন
    আমরা বলিব নামটি তাহার, যতদিন আছে প্রাণ
    চেতনায় তিনি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।





     

  • 1 টি মন্তব্য:

    GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    ADDRESS

    Bowra,Belkuchi,Sirajganj

    EMAIL

    Loverboyimran6@gmail.Com

    TELEPHONE

    +16143850904

    MOBILE

    01945546218