• 'পারবেনা' কে 'পারবোই' তে রূপান্তরিত করো 💪💪

     'পারবেনা' কে 'পারবোই' তে রূপান্তরিত করো

    💪💪
    পারবেনা বলা মানুষদের আফসোস হয়ে উঠো 💪
    তোমাকে দিয়ে কিছুই হবেনা,তুমি লাইফে বড় কিছু করতে পারবেনা,সামান্য ক্লাস ফাইভে ভালো রেজাল্ট করেই তুমি এত বড় হবার স্বপ্ন দেখছো,তোমার তো সেই স্বপ্ন পূরণ হবেনা।
    চারিদিকে শুধুই 'পারবেনা' শব্দটির প্রতিদ্ধনি।
    তোমার বাবার পছন্দ তুমি ডাক্তার হবে,মায়ের পছন্দ ইঞ্জিনিয়ার হবে,তোমার পছন্দ উদ্দোক্তা হবার,আশেপাশের শুভাকাঙ্ক্ষীরা আবার চায় তুমি ভিন্ন কিছু করো। তোমার ভালো লাগা মন্দ লাগা কে উপেক্ষা করে অন্যের চাপিয়ে দেওয়া এই প্রত্যাশা গুলো আশেপাশের নিয়মিত চিত্র।
    মানুষের 'পারবেনা' কথায় থেমে না গিয়ে,নিজের মত করে চেষ্টা করে যাওয়াটাই সঠিক লক্ষ্যে পৌছানোর সবথেকে কার্যকরী উপায়। সবকিছু হয়তো পারবেনা,কিন্তু অন্যের 'পারবেনা' শুনে চেষ্টা করাটা থামিয়ে দেওয়া কখনোই তোমাকে সফলতার পথে নিয়ে যাবেনা।
    সফল হওয়াটাই জরুরী বিষয় না হলেও,জরুরী হচ্ছে নিজের ঠিক করে নেওয়া সফলতার পথে চলতে থাকা। সেই পথে চলতে গিয়ে জীবনে বহু বাধা বিপত্তির আসবে, বহুজনের বহু নীতিবাক্য শুনতে হবে, কিন্তু শেষ পর্যন্ত শুধুই নিজের পথে চলতে হবে। এই চলার মধ্যে যে আনন্দ আছে, যে আত্মতৃপ্তি আছে, সেটা অন্যকে দেখে নিজের সফলতা নির্ণয় করে, বা অন্যের চোখে সফল হবার পিছনে ছুটে কখনোই পাওয়া যায় না।
    আমি শুধু ভয় পাই "চেষ্টা না করা" কে। জীবনে আরো ২০ বছর অতিবাহিত হবার পরে তুমি ঠিক সেই কাজ টা নিয়েই আফসোস করবে,যেটা অন্যের 'পারবেনা' শুনে চেষ্টা করা থামিয়ে দিয়েছিলে। চেষ্টা করে ব্যর্থ হওয়া কোনো কাজ তোমার অনুতাপের কারণ হবেনা।
    চারিদিকে 'পারবেনা' 'পারবেনা' 'তোমাকে দিয়ে হবেনা' শব্দগুলোর ভীড়ে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি পারবে।
    শত 'পারবেনা'র মাঝে এটাই তোমাকে পারতে হেল্প করবে। 🎓🎓 হাজারো শিক্ষার্থী ঠিক এভাবেই 'পারবেনা'র মাঝে হারিয়ে যায় প্রতিবছর।
    তোমার 'পারবেনা'র গল্পটিও শুনতে চাই...........
  • 0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন

    GET A FREE QUOTE NOW

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    ADDRESS

    Bowra,Belkuchi,Sirajganj

    EMAIL

    Loverboyimran6@gmail.Com

    TELEPHONE

    +16143850904

    MOBILE

    01945546218